
সংস্কার না হলে অভ্যুত্থান থেকে কিছুই পাবে না দেশ
ফলোআপ নিউজ-এর নিয়মিত আয়োজন দেশ ভাবনায় কথা বলেছেন, সিলেট জেলার বিয়ানীবাজারে বেড়ে ওঠা প্রবাসী ইঞ্জিনিয়ার কামাল আহমদ। সমাজকর্মে নিয়োজিত অবসরপ্রাপ্ত কামাল আহমদ বলেন, দেশের বড় দলগুলো জনমতের ভিত্তিতে জন্ম নেয়নি। পারিবারিক বলয়ের বাইরে এ দলগুলো কখনো আসতে পারেনি। এসব দলের পার্টি প্রধান সব সময় পরিবার থেকেই কেউ হয়েছে। এ দলগুলোকে গণতান্ত্রিক দল বলা যায় না।…