বিশেষ সম্পাদকীয়: অনতিবিলম্বে জায়গাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক
আজকে আমিই জায়গাটিতে পরিবার নিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম। একটুর জন্য বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে আমাদের রিক্সাটি দুর্ঘটনা কবলিত হয়নি। কচুয়া উপজেলার বাধাল বাজারের একটু আগে একটি বাঁক রয়েছে, বাঁকে একটি কালভার্ট রয়েছে, এমনিতেই জায়গাটি বিপদজনক, যেহেতু বাঁকটি মারাত্মক। সেখানে একটি সতর্কতামূলক সাইনবোর্ডও রয়েছে যাতে চালকরা আস্তে গাড়ি চালায়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে,…