এজন্যই তো এ সমাজ ভাঙতেই হবে // রুহিন হোসেন প্রিন্স
৬ এপ্রিল ২০২২, গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা আর্থিক অনটনের কাছে হার মানা কুয়েট ছাত্র অন্তু রায়ের বাড়ি থেকে বের হলাম। মা বাবাসহ স্বজনদের আহাজারি চলছে। আত্মহননের পথ বেছে নিয়েছে অন্তু। সবার ধারণা আর্থিক অনটনের কারণে এটা ঘটেছে। মা গীতা রায়, বাবা দেবব্রত রায় দিনমজুর। মাঠে কাজ করেন। ঘরে একটা খাট। কখোনো চার জন একসাথে ঘুমান বা…