
বছরের পর বছর ধরে জুয়েলার্সে মাসে বিক্রি করেন এক ভরিরও কম স্বর্ণ! তাহলে এত সম্পদ তিনি করেছেন কীভাবে?
ভ্যাট অফিসের তথ্য ঘেটৈ যে তথ্য পাওয়া যাচ্ছে— সে অনুযায়ী প্রিয়া জুয়েলার্স বছরের পর বছর ধরে মাসে বড় অংকের লস করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করছেন। কেন? মাসে এক ভরিরও কম স্বর্ণ বিক্রি করে কীভাবে তিনি টিকে আছেন? দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং অন্যান্য খরচ ধরলে মোট খরচ তো প্রতি মাসে লক্ষাধিক টাকা। এ সম্পর্কে প্রিয়া…