খুলনার বড়বাজারে অবৈধভাবে এসব ব্যবসা চলছে যুগের পর যুগ ধরে
খুলনার বড়বাজার হচ্ছে খুলনা অঞ্চলের ব্যবসার কেন্দ্রবিন্দু। ভৈরব নদের পাড়ে অবস্থিত এ বাজারের জৌলুশ কিছুটা কালের পরিক্রমায় কমলেও অবৈধ ব্যবসায়ীদের দাপট বরং বেড়েছে। অনেক ব্যবসায়ীর ব্যবসা অবৈধ না হলেও ব্যবসাটা তারা করছে অবৈধভাবে। কাগজপত্র নেই, মালপত্র মজুদ করে অবৈধভাবে, ভ্যাট-ট্যাক্সে চরম ফাঁকি। জেলখানা ঘাট থেকে শুরু করে ৭ নম্বর ঘাট পর্যন্ত বিভিন্ন ভবনের নিচে-উপরে-ছাদে-চিলেকোটায় অভিযান…
