এরকম একটি ম্যুরালের পিছনে আসলে কত খরচ হয়?
বিগত সরকারের সময়ে দেশে হাজার হাজার ম্যুরাল তৈরি করা হয়েছে, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়। প্রধানত এগুলো ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। কিছুক্ষেত্রে তা মুক্তিযুদ্ধভিত্তিক। এসব ম্যুরাল বানাতে আসলে কত খরচ হত? বারাদ্দই বা হত কীভাবে? এ বিষয়ে ফলোআপ নিউজ খোঁজখবর করে জানতে পেরেছে— বেশিরভাগক্ষেত্রে ম্যুরালগুলো নির্মিত হত মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে, বা তদবির করে এগুলো আনা…