বন্দকী ব্যবসায় বাজিমাত
ভারতের নাগরিকত্ব এবং ভারতে বাড়ি থাকার অভিযোগ ওঠা স্বর্ণ ব্যবসায়ী অজয় কুমার বকশী স্বীকার করেছেন স্বর্ণ বিক্রি তার মূল ব্যবসা নয়। ভ্যাট অফিসের তথ্যও তাই বলছে— সর্বসাকূল্যে তিনি এক ভরি স্বর্ণ বিক্রির ভ্যাটও প্রতি মাসে দেন না। অতএব, অজয় বকশীর দোকানে স্বর্ণ বেঁচা বিক্রি নেই ধরে নিতে হবে। তাহলে তার মূল ব্যবসা কী? স্বর্ণ বন্দক…
