
মোংলা কাস্টমসের অনেক কর্মকর্তা নিয়মিত অফিস করেন না
মোংলা কাস্টমস্ দেশের ৩২ টি কাস্টমস্ হাউজের মধ্যে অন্যতম ব্যস্ত কাস্টমস্। মোংলা কাস্টমস্ ঘিরে অনেক অভিযোগের মধ্যে একটি হচ্ছে— এই কমিশনারেটে চাকরিরতো অনেকে নিয়মিত অফিস করেন না। কাস্টমস্-এ একটি কথা খুব প্রচলিত আছে— নন-টেকার এবং টেকার। এটা এক ধরনের ‘ইউফিমিজম’। ঘুষ খাওয়া না-খাওয়া বুঝাতে এটি ব্যবহৃত হয়। অফিস ফাঁকি দেওয়ার সবচেয়ে ‘বৈধ উপায়’ হচ্ছে নন-টেকার…