ব্যক্তিগত কাজেই নওগাঁ যান যুগ্ম সচিব এনামুল, নেননি অনুমতি
নিজে ঘটনাস্থলে থেকে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে র্যাবের হাতে তুলে দেন যুগ্ম সচিব এনামুল হক। তিনি ব্যক্তিগত কাজেই নওগাঁ গিয়েছিলেন। যাওয়ার আগে তিনি ঊর্ধ্বতন কারো অনুমতি নেননি। এমনকি সরকারি গাড়ি ব্যবহার করলেও ট্রাভেল হিস্ট্রি লেখা লগবুকে লেখেননি। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (বিতর্কিত যুগ্মসচিব) এনামুল হককে শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। ক্ষমতার…