বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পাঁচ ফুট বাই সাত ফুটের রুম বনাম রাষ্ট্রের এক্সিকিউটিভদের ত্রিশ ফুট বাই ত্রিশ ফুটের আলিসান রুম
খুলনার বিএসটিআই-এর অফিসটি যদি কেউ দেখে থাকেন তাহলে এই প্রশ্ন আপনার মনে আসতে বাধ্য— কীসের নিমিত্তে এই অফিস? অফিসে সর্বসাকুল্যে বিশজন কর্মকর্তা কর্মচারীও নেই। মাত্র তিনটি জেলার জন্য এই অফিস! কেন্দ্রীয় অফিসটিও এত বড় না হলে চলে। স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং-এর অফিসে যান— একই অবস্থা। নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর রুমে ঢুকলে মনে হয় যেন কোনো স্বৈরতান্ত্রিক…
