মুন্সীগঞ্জের বেতকা ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া
মুন্সীগঞ্জে ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া। স্থানীয়রা বলছেন, বেতকা ভূমি অফিসে টাকা দিয়ে সব অসম্ভবই সম্ভব। অনিয়মের কারণে অফিসটির কর্ণধারকে যোগদানের শুরুতেই বরখাস্ত করা হলেও ফিরেছেন বহাল তবিয়তে। আর এখন অফিসটিতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লা বলেন, বেতকা চৌরাস্তার কাছে উত্তর বেতকা মৌজায় সাড়ে ২৪…