পৈতৃক সম্পত্তিতে প্রায় সব হারিয়ে এখন তিনি দখলদারদের করুণার পাত্র!
দুই ভাই— বড় ভাই দীপক রায়, ছোট ভাই (সৎ ভাই) মানষ রায়। পিতা মারা যাওয়ার (২০০৭ সালে) পর গোপালগঞ্জ মডেল স্কুলের পিছে অবস্থিত পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দেখা দেয় বচসা। সৎ ভাইয়ের হাত ধরে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ। এরপর তৃতীয় পক্ষই সব করেছে, করছে। দুই ভাই বুঝে পায়নি তাদের ন্যায্য সম্পত্তি। বড়…