
ফিরে দেখাঃ গোলাম আজম বিএনপি সরকারের জন্মদাতা // জামায়াত নেতৃবৃন্দ
অধ্যাপক গোলাম আজমই বর্তমান সরকারের জন্মদাতা। তার নেতেৃত্বে জামায়াত ইসলামী সমর্থন না দিলে বিএনপি সরকার গঠন করতে পারতো না। গতকাল শনিবার বায়তুল মোকাররমের উত্তরগেটে আয়োজিত জনসভায় ভাষণদানকালে জামায়াত নেতৃবৃন্দ একথা বলেন। জনাব নিজামী বলেন, সেদিন জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করতে বিএনপি লজ্জাবোধ করে নাই। তিনি বলেন, তথ্যমন্ত্রী নিজেই বলেছেন, মৌলবাদ ঠেকানোর জন্যই এসব প্রচার…