এখনও সে সময়টা আসেনি ।। অনুপম শেখর
এখনও সে সময়টা আসেনি। অপেক্ষা করে আছি যেন বদ্ধভূমীর শকুনের মত। এখনও সে সময়টা আসেনি। সেই সময়টা এখনও আসেনি, যে সময়টা আমার নিজের একান্ত ব্যক্তিগত। দিন আসে দিন যায়। রাত আসে ভোর হয়। এভাবেই কেটে গেছে প্রায় আড়াইটা যুগ। একই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী। দিনেদিনে তার কতটা বদলেছে রূপ! তবু আজও সেই সময়টা আসেনি।…
