সপ্তম শিল্পের মুখোশ: চলচ্চিত্রে শৈল্পিকতার নিরীক্ষা // এস এম কাইয়ুম
প্রথম পর্ব মুখোশের রূপক ও সপ্তম শিল্পের স্বাতন্ত্র্য মুখোশ কেবল একটি আচ্ছাদন নয়, বরং এক ধরনের রূপান্তরের মাধ্যম। প্রাচীন গ্রিক থিয়েটার থেকে শুরু করে আধুনিক সিনেমা পর্যন্ত, মুখোশ মানুষকে তার স্বাভাবিক সত্তার বাইরে নিয়ে গেছে, নতুন পরিচয়ে উপস্থাপন করেছে। চলচ্চিত্রের ক্ষেত্রেও এই মুখোশের ধারণা প্রযোজ্য, তবে এখানে মুখোশটি শুধু মানুষের মুখে নয়, বরং সমগ্র বাস্তবতার…
