মুক্তি হলেই একলা মানুষ
১ জীবনের মানে জেনেছ সবাই, শুধু জোঁনাক পোকারা এখনও দিশাহীন আলো জ্বালে। ওরা গন্তব্য জানে, সুখের কারাগারে কে থাকে কার জীবনে। মুক্তি হলেই একলা মানুষ, সে থাকে মৃতদের সাথে। ২ কম পড়লেই কঁকিয়ে ওঠে ভালোবাসাগুলো, আমার ফূর্তি হয় এমন জোয়ার ভাটায়। সচেতনে কষ্ট সয়ে কাব্য শুধাই। কিছু পূর্ণ করি না আর অামি পরিণয়ে, মানবের…