
অহন সিদ্দিকীর বিষাদ ছোঁয়া কবিতা
ফিরিয়ে নাও মা বসে আছি আজ কত দূরে ভালবাসার মাটি ছেড়ে মনে পড়ে, মনে পড়ে তোমায় আমার জন্মভূমিরে। ভালবাসি তোরে কত বেশি বলা হয়নিতো আজ অবধি হৃদয়তো ঠিকই কাঁদে তোর লাগিরে। মন কাঁদে, আজ মন কাঁদে তোকে একটি বার ছুঁয়ে যেতে মন পোড়ে, আজ মন পোড়ে মনের কথা সব খুলে বলতে। ভালবাসি, ভালবাসি ভালবাসি তোরে…