
বোধ // সুশান্ত সরকার
বোধ তুমি যতই হও বলিয়ান, হিংসা বিদ্বেষে ভর করে সফলতা তোমার আসবে না তাতে কলুষিত অন্তরে। শিক্ষার বড়াই করছো তুমি, তুচ্ছ করেছো অন্যকে! অনেক কিছুই শেখার বাকি তোমার, মান্য করো না ধন্যকে! নিজেকে একটু ধরলে মেলে দেখতে পাবে ভিন্নতা, বিশ্বজগত জ্ঞানের আলোয় পূর্ণতা পায় ছিন্নতা। খালি কলসি বাজে বেশি। প্রবাদ কথায় শুনেছি— আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান,…