ডেইলি শপিং-এর ঢাকার কোনো আউটলেটের চেয়ে খুলনার আউটলেটে রুই মাছের দাম বেশী হয় কীভাবে?
ডেইলি শপিং গ্রোসারি রিটেইলের খুলনা আউটলেটগুলোর বিরুদ্ধে ক্রেতাদের অন্যতম একটি অভিযোগ হচ্ছে— তাদের বিলিং সফটওয়্যারে ঢাকার প্রাইস দেওয়া থাকে, ফলে যখন বিল করা হয় ক্রেতা খেয়াল না করলে ট্যাগ প্রাইস হিসেব না করে সফটওয়্যারে থাকা রেট ধরে হিসেব করা হয়। কিন্তু ট্যাগ প্রাইস যদি সফটওয়্যারে থাকা প্রাইসের চেয়ে বেশী হয়, সেক্ষেত্রে ট্যাগ প্রাইসকেই প্রাধান্য দেওয়া…
