চোরাই পথে নিয়ে আসা শাড়ীর ভ্যাটটুকুও তারা ঠিকমতো দেন না!
খুলনা বড় বাজারের কয়েক জন শাড়ী ব্যবসায়ীর ব্যবসা অনুসন্ধান করে জানা গিয়েছে— দীর্ঘদিন ধরে তারা অন্য মালের সাথে ট্রাকের মধ্যে লুকিয়ে এবং চোরাই পথে শাড়ী আনছেন। কোলকাতার বারাসাতের একজন ব্যবসায়ী শাড়ী পাচারের এ কাজে নেতৃত্ব দিয়ে থাকেন। বেনাপোল এবং ভোমরা স্থলবন্দর শাড়ী পাচারের দু’টো বড় রুট। এখান থেকে অবৈধভাবে আনা শাড়ী সারাদেশে ছড়িয়ে পড়ে। এতে…
