দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে সড়ক বিভাগের আইন ভেঙে তৈরী করা অবৈধ দোকান-স্থাপনা
সড়ক ও জনপথের রাস্তার গা ঘেঁষে কোনো স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আরওটি (রাইট অব ওয়ে) আইনানুযায়ী সড়কের পাশে নিজ জায়গায় কোনো স্থাপনা নির্মাণ করতে হলেও সড়ক বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হয়। আইন হচ্ছে— সড়কের মাপ ১০০ ফিট বা ১২০ ফিট যেটাই হোক, ডিমারকেশন থেকে ১০ মিটারের মধ্যে কোনো স্থাপনা করতে হলেও সড়ক…
