জ্বালানি তেলের ইতিহাস, ব্যবহার এবং দাম নির্ধারণ // দিব্যেন্দু দ্বীপ
প্রতিদিন বিশ্বে গড়ে ১০০ মিলিয়ন ব্যারেল অপরোশোধিত তেল এবং ৬০ মিলিয়ন ব্যারেল গ্যাস খরচ হয়। গত ৫০ বছরে বিশ্বের বার্ষিক শক্তি খরচ প্রায় তিনগুণ বেড়েছে— ১৯৬৯ সালে ৬২,৯৬৯ টেরাওয়াট-ঘণ্টা (TWH) থেকে ২০১৯ সালে ১৭৩,৩৪০ TWH-এ পৌঁছেছে। এর আগে অন্তত একশো বছর জ্বালানি শক্তির প্রধান উৎস হিসেবে কয়লা ব্যবহৃত হয়েছে। পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল, বা সহজভাবে তেল…