
ভারত থেকে ডাক্তার সুজয় সেনগুপ্ত লিখেছেন
নিউ টাউনে এক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে যেদিন একজন সিনিয়র আধিকারিক ‘আত্মহত্যা’ করলেন, তার পরেরদিনই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জ প্রকাশ করল ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে বেশ অদ্ভুত লাগবে। আমরা মোটের ওপর ভেবে নিই, টাকা থাকলেই সুখ আসবে। বা অন্তত— সুখ বা আনন্দ আসাটা ভীষণভাবে টাকার সঙ্গে সম্পর্কিত। অথচ যে ভদ্রলোক ছাদ থেকে…