সাপুড়ে ঘন ঘন ভারতে থাকেন, চিকিৎসা দেয় পোষ্য সাপেরা
এ যেন চলচ্চিত্রের সেই বিখ্যাত ডায়লগের মতো— “মারবো এখানে, লাশ পড়বে শশ্মানে।” দূরদূরান্ত থেকে রোগী আসছে, এমনকি পার্বত্য এলাকা থেকেও! রোগী টানার এক অসাধারণ ইতিহাস তিনি তৈরী করেছেন। কিন্তু চিকিৎসা নবডঙ্কা। চিকিৎসা দেবেন কী করে? তিনি তো স্টেশনে থাকেনই না। তিনি থাকেন প্রায় সময় ভারতে, কিন্তু তার নামে চিকিৎসা চলছে দেদারসে। বেশিরভাগই গরীব রোগী, বিভিন্ন…