তবু হেসে বেড়াই
এক আকাশ দুঃখ নিয়ে ভেসে বেড়াই তবু হেসে বেড়াই। সুখ সাগরে তল পাই না, আমার শৈশব কাটে না নাকি তুমি অতল বলে? প্রতিশ্রুতি দিই না শুধু তবু ভলোবাসি যেনো। আত্মদ্বন্দ্বে পণবন্দী যাযাবর আমি; কষ্টে কর্মে ভারে ক্লান্ত, পথে দু-দণ্ড এখন তোমার দ্বারে, যদি ভোলাও থাকব না হয় আরো দু’দিনের তরে। #কাঠ ঠোকরা …