পার্টি ডেকে হাসতে হাসতে স্বেচ্ছামৃত্যু!
তিনি একাধারে একজন চিত্রকর এবং স্টেজ পারফরম্যান্স আর্টিস্ট। তুলির ছোঁয়ায়, স্টেজে দাঁড়িয়ে বহু সন্ধ্যায় তিনি ক্যালিফোর্নিয়াকে অনাবিল আনন্দ বিলিয়েছেন। তাঁর শেষ যাত্রাও আনন্দ দিয়েই শেষ হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় বেটসি ডেভিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রিয় বন্ধুদের নিয়ে ২ দিন ধরে একটি পার্টি আয়োজন করা হয়। পার্টির দ্বিতীয় দিনে স্বেচ্ছা মৃত্যু নেন বেটসি। ৪১ বছর…