রোজ আমার হিরো-১
দিব্যেন্দু দ্বীপ সদরঘাট থেকে শাহবাগ যাচ্ছিলাম মিরপুরের গাড়িতে। পিছনে একটা সিট পেয়ে বসলাম। ঐ সিটেই বসা ছিলেন বয়স্ক একজন মহিলা। সাথে তার একটি বড় চটের ব্যাগ এবং একটি বোঝাই বস্তা। সে ওভাবে থাকায় পিছনে যাত্রীরা কেউ আর বসতে চাচ্ছে না। অবশেষে আমার মত আর একজন ‘অভাজন’ এসে বসেছে। শেষে আর একজন। তারপরেও দুটো সিট খালিই…