মানুষের অপরিপূর্ণতা এবং ধনীর কান্না
দিব্যেন্দু দ্বীপ আমার ছোটবেলা খুব বেশি আগে নয়। তবু তখনো আমি কিছু পরিপূর্ণ মানুষ দেখেছি। পূর্ণতা মানে খ্যাতির চূড়া নয়, ধনাড্যতা নয়, এটা একটা অনুভূতি, সেই অনুভূতির মানুষ তখন ছিল। গ্রামের সেরা হাডুডু খেলোয়াড় তখন নিজেকে পরিপূর্ণ মনে করত, যে ঐ গ্রামে ভালো গাইত সে নিজেকে পরিপূর্ণ মনে করত, সবাইকে টেক্কা দিয়ে বাজারের বড় মাছটি…