প্লাবন ইমদাদের অভিমানী নিস্তবদ্ধতা
অভিমানী নিস্তবদ্ধতা আমারও অভিমানের খেয়া আছে, আছে বিস্তীর্ণ জলের দখল। চলে যাবো, দেখো, ঠিক চলে যাবো নৈ:শব্দের বৈঠা বেয়ে! আমারও চন্দ্র আছে, আছে গ্রহণ মত কৃষ্ণ অভিঘাত। ঢেকে দেবো, দেখো একদিন ঢেকে দেব ঠিক যত মুখর ভালবাসার খুব কলরব। আমার কেবল নেই একটি জিনিস। আমার কেবল তোমার মতন নেই গো সখি নেই কোন এক গাছের…