রাস্তাটি যাওয়ার কথা ছিল গৌর হরি দাসের বাড়ি পর্যন্ত, অজ্ঞাত কারণে থেমে গিয়েছে দেড়শো ফুট আগে
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রঘুদত্তকাঠী গ্রামের একটি গলি পথ এটি। কোনো হিসেবেই রাস্তাটি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু, গুরুত্ব পাচ্ছে এ কারণে, কারণ, ১৯৭১ সালে এ বাড়িতে বসেছিল রাজাকারদের ক্যাম্প, রাজাকাররা ফেলে যাওয়া বড় এ বাড়িটিতে আশ্রয় নিয়েছিল। বাড়ির মালিক গৌর হরি দাস তখন পরিবার নিয়ে ভারতে পালিয়ে জীবন রক্ষা করেছিলেন। ফিরে এসে শুধু ঘরটি পেয়েছেন, তাও…