বিদেশ থেকে স্বর্ণ আনার ব্যাগেজ রুলস্ নিয়ে নতুন করে ভাবা দরকার
বাংলাদেশে প্রতিবছর যে বিমানে যে সোনা আসে, চোরাচালানের পাশাপাশি সেগুলো আসলে বৈধপথেই আসে। কিন্তু এ বৈধ উপায় নিয়েই রয়েছে প্রশ্ন। পাশাপাশি তথ্য বলছে— “প্রতিবছর দেশে সোনার যে চাহিদা রয়েছে, তার ১ শতাংশও বাণিজ্যিকভাবে আমদানি হচ্ছে না। ব্যাগেজ রুলসের মাধ্যমে বছরে ৫-৬ মণ স্বর্ণ আসলেও বাকি স্বর্ণের হদিস নেই। প্রশ্ন উঠছে এত স্বর্ণ গেল কই? সহজ…