Headlines
অনুপম শেখর কবি সমাজকর্মী

আজও কিছু বদলায়নি ।। অনুপম শেখর

আজও কিছু বদলায়নি। সারারাত ধরে ফুরোতে থাকে রাত (রোজকার মত)। তাতে কার কি এসেযায়! এ তল্লাটে এখন শীতকাল ; তবু আজও কিছু বদলায়নি। রোজ ফজরের আযান শেষে শিউলি ঝরে আজও। পৃথিবী ফর্সা হবে বলে বাদুড়গুলো ডানা ঝাপটায়। তারপর মোরগের ডাক আর নেড়ি কুকুরগুলোর গোঙ্গানি। আজও কিছু বদলায়নি। টিনের চালে শিশিরের টুপটাপ শব্দ মনে করিয়ে দেয়,…

বিস্তারিত