
ভ্যাট ফাঁকি দিতে নিজের বিড়ি নিজেই নকল করেন মালিকেরা
বিড়ির ব্যান্ডরোল হলো সরকার-কর্তৃক নির্ধারিত এক প্রকারের স্ট্যাম্প বা লেবেল, যা বিড়ির প্যাকেটে ব্যবহার করা বাধ্যতামূলক, কর পরিশোধের প্রমাণস্বরূপ। এই ব্যান্ডরোলগুলি কর ফাঁকি রোধ করে সরকারকে রাজস্ব আদায়ে সাহায্য করে এবং বাজারে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি বিক্রি বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। ব্যান্ডরোল ব্যবহারের উদ্দেশ্যঃ রাজস্ব আদায়ঃ ব্যান্ডরোলগুলি বিড়ির ওপর প্রদত্ত করের প্রমাণ…