আল ফাসারের হত্যাকাণ্ডঃ সুদানে সংগঠিত ভয়ংকর এক গণহত্যা
এখনো মানুষ হত্যার উৎসবে মাতে, গ্রেনেড-বম্দুক এবং শাস্ত্র হাতে। সভ্য যারা তারা দূরে, আমার রুজি তাদের কাছে চলে যায় ঘুরে ঘুরে। হায় দারফুর! হায় সুদান! এখনো তারা জলসাঘরে, যারা সেজেছে কন্ডোম পরে মহান। তারিখ: ১ নভেম্বর ২০২৫ | সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, জাতিসংঘের প্রতিবেদন এবং উইকিপিডিয়া অবলম্বনে এআই-এর সহযোগিতায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০২৩…
