সঙ্ঘায়ন: উদ্যোক্তা এবং লেখক
উদ্যোক্তা কে? উ: যে তার সময় এবং কর্মদক্ষতার পাঁচ ভাগের এক ভাগ বা ২০% মাত্র ব্যয় করে বর্তমানে বেঁচে থাকার জন্য এবং বাকী চারভাগ ব্যয় করে ভবিষ্যতের জন্য সেইই উদ্যোক্তা। লেখক কে? উ: যে কতৃত্ব এবং নেতৃত্বের কাজটা করতে পারে নীরব থেকে সেইই লেখক। যার কাছ থেকে নীরবে গাধাও শেখে শিয়ালও শেখে, বাঘ-ভল্লুকেও শেখে।