শিশুতোষ প্রকাশনা ডাক: শিশুদের জন্য ফেরদৌস আলমের একটি ব্যতিক্রমী উদ্যোগ
বইমেলা-২০১৮ ফেরদৌস ভাইয়ের স্বপ্ন-চিন্তা এবং রক্তঘামের ফসল হচ্ছে–শিশুতোষ প্রকাশনা ‘ডাক’। অনেকে প্রকাশনা বলতে বোঝেন বইয়ের ব্যবসা। ডিজাইনার ফেরদৌস আলমের কাছে প্রকাশনা মানে জ্ঞানের বিস্তার, দায়বদ্ধতা, একইসাথে টিকে থাকার জন্য ব্যবসাটাও প্রয়োজন। বইমেলায় শিশু কর্নারে ডাকের স্টল রয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের মাঝে থেকেই কথা বলছিলাম স্বপ্নীল এই প্রকাশকের সাথে। তিনি জানলেন, “বই বিক্রীর কথা বললে, মেলায় এখনো তেমন…