Shahida Sultana

শাহিদা সুলতানার একটি কবিতা

তখনি দরজা খুলো– আমাদের আয়ু বড় কম! মদির অলসতা যদি ভর করে, ফিরে যেতে হবে। রূপোলী নকশা কাটা খাম তোমাকে দেবার পাব না সময়। কাব্যগ্রন্থঃ কলাবতী ফুল

বিস্তারিত
শাহীদা সুলতানা

শাহিদা সুলতানার কবিতা: অঙ্কুরিত ঝরাপাতার গান

এপিটাফ এ বছর ভুলে গেছো  নীল খামে ভরে পাঠাতে প্রিয় পঙক্তিমালা আমার একান্ত দিনে- ঘড়ির কাঁটা শূন্য থেকে শুরু হয়ে  আবার মিলিয়ে গেল শূন্যে- টেবিল ভরা অসংখ্য তোড়ার ভিড়ে পাইনি খুঁজে সাদা অলকানন্দার গুচ্ছ । একদিন আমারও বাড়বে বয়স স্মৃতিভ্রমে নষ্ট হবে এঁকে রাখা সব  ভ্রমণ পরিকল্পনা– এপিটাফে মোড়া পালকিতে একা একা ভাতঘুম দিতে দিতে…

বিস্তারিত
কবিতা

শাহিদা সুলতানার কবিতা ♥ ইচ্ছেরা ভুলে যায় পথ

  কোথাও কেউ নেই, সমুদ্র পার হয়ে এলে অবেলায় মাঠে কারও থাকবার কথা থাকে না–   মায়াবতী ইচ্ছেরা নীলের ক্যানভাসে লেখে আজগুবি কল্পনার গল্প– বিমর্ষ বিকেলে অবিরাম কড়া নাড়ে প্রাসাদের ভুল দরজায়।    শাহিদা সুলতানা    

বিস্তারিত