অধ্যাপক আজমদের প্রাতিষ্ঠানিক এবং দুরভিসন্ধিমূলক অশিক্ষা বনাম রবীন্দ্রনাথের রাষ্ট্র এবং সমাজ ভাবনা
আমি এখানে ‘আজমদের’ বলেছি সচেতনভাবে। ওনারা একটি চক্র— অবশেষে তারা এ দায়িত্বও নিয়েছেন যে, রবীন্দ্রনাথকেও যেকোনো মূল্যে ছোট করতে হবে, এবং বাংলাদেশী বাঙালিদের মন থেকে রবীন্দ্রনাথকে তাড়াতে হবে। অর্থাৎ, মোহাম্মদ আজমরা সাগর সেঁচতে বসেছেন প্রাতিষ্ঠানিকভাবে অশিক্ষিত ভোঁতা কলম নিয়ে। ফলোআপ নিউজ প্রথমত অধ্যাপক আজমের অজ্ঞতাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক বলে প্রতীয়মান এ বক্তব্যের প্রতিবাদ করছে। এবং একইসাথে…
