
তপন চানাচুরঃ কোটি টাকা ভ্যাট ফাঁকি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী পণ্যেও ফাঁকি
দক্ষিণাঞ্চলে চানাচুরের একটি বিখ্যাত ব্রান্ড তপন চানাচুর। এই বিখ্যাত চানাচুরের ভেতরের খবরে ফলোআপ নিউজ-এর এ প্রতিবেদকের চোখ চড়কগাছ! কারখানার পরিবেশ ভয়াবহ। পোড়া তেলে নিম্নমানের উপাদানে তৈরী হচ্ছে তপন চানাচুর। পরিবেশ, উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখলে এ চানাচুর কেউ খাবে বলে মনে হয় না —বলছিলেন নিরাপদ খাদ্যের একজন কর্মকর্তা। বিএসটিআই লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে খুলনার সংশ্লিষ্ট…