দোলাচল

দোলাচল // শাহিদা সুলতানা

  কাকে বল গাঢ় অস্থিরতা? জলের উপরে জল, তারো পরে জল চাপা পড়ে পড়ে এক জলের ফসিল, শুয়ে থাকে গভীর প্রসন্নতায়।   দিনশেষে সাগর বেলায় অলসে দাঁড়ান রমনীর পায়ে না পেলে নোনতা ঢেউয়ের খুনসুটি ফিরে যাবে গভীর উপেক্ষার কমলা অস্থিরতা নিয়ে।   প্রসন্নের খোলসে অস্থিরতা অথবা অস্থির মোড়কে প্রগাঢ় প্রসন্নতার পালা বদলের ধাঁধা কিছুতেই যায়…

বিস্তারিত