পথকাব্য-৩
ঈশপকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। পথে অনেক মানুষের মত একজন নারী তার শিশু সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছেন। ছেলেটির বয়স পাঁচ ছয় বছর হবে হয়ত। ঈশপ সাধারণত দশ বছরের নিচে সবাইকে বাবু বলে, ও তাদের ছোট ভাবে। অমূলক তো নয়, বড়দের তুলনায় তাদের ছোট তো দেখায়। নাকি? ঈশপ, শিশুটিকে উদ্দেশ্য করে বলছে, “বাবু, বাবু।” একটু এগিয়ে গিয়ে…