Headlines

অবসরে পড়তে পারেন “প্রেমের প্রলাপ” কাব্যগ্রন্থ থেকে

    ত্রয়ী ♥ ভালোবাসি, ছটফট করি তুমি যখন বরন্যে। তবুও ভালোবাসি তুমি যখন অরন্যে। বুঝি না, তুমি যখন গোপন কর। শুনি না, তুমি যখন বলে দাও তা। বলি না, তুমি বদলাও। শুধু ভালোবাসি, ছটফট করি। ♥ আসক্তিতে, ইর্ষায়, বিরহে, বিভ্রান্তিতে জ্বলে পুড়ে ছারখার। কখনো হিংস্র, অবশেষে ক্লান্ত। কাঙ্গাল আমি তবু তোমার জন্যে হন্যে হয়ে…

বিস্তারিত