“মানুষ এখন পরিস্থিতি আরও বেশি বুঝতে শুরু করেছে” // সাকিব আল হাসান
ক্রিকেটের বাইরে সাকিবের আয়ের উৎস নিয়ে কম সমালোচনা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যাঙ্গ করে ‘শোরুম আল হাসান’ নামেও ডেকেছে। তবে সাকিব এসব সমালোচনার জবাব দিলেন তার কাজের মাধ্যমেই। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, কানাডা সুপার সিক্সটি এবং সিপিএলের মতো বড় টুর্নামেন্টের মাঝেও সাকিব মাইনর লিগ ক্রিকেটে খেলেছেন নামমাত্র পারিশ্রমিকে। মূলত আটলান্টা ফায়ারের মালিক, আরেক বাংলাদেশি…
