ব্রাক

এনজিওগুলোকে, বিশেষ করে ব্রাককে দরিদ্র মানুষ এতটা ঘৃণা করে কেন?

এনিজিওগুলো যে দানের টাকায় প্রতিষ্ঠান বানিয়েছে, এটা অবধারিতভাবে সত্য। এই টাকা যে দেশের দরিদ্র মানুষকে দেখিয়ে আনা হয়েছে, এই সত্যেরও কোনো ব্যত্যয় নেই। তাহলে প্রতিষ্ঠানগুলো কেন এখন সেই দরিদ্র জনগণের ওপর চেপে বসবে? কথাগুলো বলছিলেন এনজিওকর্মী মোহাম্মদ রায়হান। এনজিওগুলোর প্রতি মানুষের ঘৃণা জমেছে মূলত তাদের মাইক্রোফিন্যান্স ব্যবসার কারণে। এবং এক্ষেত্রে ব্রাকই সবচেয়ে ভয়ংকরভাবে ব্যবসা করছে।…

বিস্তারিত