লেখক, লেখালেখি এবং সামাজিক দ্বন্দ্ব ।। দিব্যেন্দু দ্বীপ
লেখালেখি অত্যন্ত অথরিটেটিভ বিষয়, সাবজেকটিভ বিষয়। এক্ষেত্রে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। প্রকৃত লেখক চরিত্রের মানুষের মধ্যে প্রবল এক ধরনের বৈপরিত্য থাকে— তারা বাস্তব জীবনে খুব বিনয়ী এবং কম্প্রোমাইজিং হয়, কিন্তু লেখালেখিতে অত্যন্ত কঠোর থাকে। এই কঠোরতা অবচেতন নয়, এটা প্রয়োজনীয়। ব্যবস্থাপনার জন্য সবার মতামত গ্রহণ করা দরকার, ভালো; কিন্তু সৃষ্টির জন্য, অগ্রগতির ক্ষেত্রে আপোষের সুযোগ…