Dibbendu Dwip

মানুষের জন্য // দিব্যেন্দু দ্বীপ

কান্নাগুলো লজ্জাবনত হয়ে হৃদয়ে গচ্ছিত থাক। কথা দিয়েছি ওদের, ডালা ডালা সুখ ঢেলে মেপে মেপে সমান করে নেব একদিন তোমাদের ঠিকই। তবু ওরা মাঝে মাঝে ফুসরত খোঁজে নিষ্ক্রান্ত হবার, যেমন কোনো শিশু হাতছানিতে পিছু নেয় অপহরণকারীরও! পৃথিবীর সকল শক্তি জড়ো করে মাথাটা উঁচু করি, ছোটবেলায় দেখেছিলাম পিতাকে ঝড়ে কাঁত হয়ে পড়া প্রিয় কমলা লেবু গাছটাকে…

বিস্তারিত