রুদ্র হাসান

রুদ্র হাসানের কবিতা

সম্পর্কের বাহন তোমাকে পাবো না জানতাম তবুও সম্পর্কের-বাহনে সহযাত্রী ছিলাম কাঙ্ক্ষিত গন্তব্য আসতেই নেমে যাবে জেনেও পাশে পাশেই থেকেছি হুট করে বাস থামতেই থমকে যাই আমি থমকে যায় হৃদস্পন্দন কিছু না বলেই নেমে গেলে গন্তব্যের হাতে হাত রেখে বুকের জেব্রাক্রসিং মাড়িয়ে পার হলে ফিরে তাকালে না একটিবারও নির্নিমিখ ঠায় দাঁড়িয়ে রই গন্তব্যহীন এই আমি। তোকে…

বিস্তারিত