রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কবিতা

ছিঁড়তে হবে সব পতাকা

পৃথিবীতে মানুষ বাঁচেনি আজও, বেঁচে আছে কিছু ধর্ম শুধু অমানুষের কাঁধে ভর করে। বাঙালি ১৯৭১-এ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল পশ্চিম-বাঙলায়। এবার ১৯১৭-এ ‘বাঙালি’ শরণার্থী হয়ে এসেছে দেশ-বাঙলায়। পৃথিবীতে দেশের নামে এখনও মানুষ মানুষকে খেদায়! বলতে পারো কে দিয়েছিল প্রথম বেড়া সীমানায়? ছিঁড়তে হবে এখন তারকাঁটা, ছিঁড়তে হবে সব জাতীয় পতাকা। দিব্যেন্দু দ্বীপ

বিস্তারিত