আইন করে অনাত্তীকৃত বিদেশী শব্দে নাম রাখা বন্ধ করতে হবে
ভাষা অনেকটা স্বয়ংক্রিয় বিজ্ঞান। বিষয়টা এমন- শুধু জন্ম দিলে হয় মানুষ করা লাগে না। ভাষা নিজে নিজেই বিকশিত হয় যদি বাঁধা না দেয়া হয়। এরপর ভাষাটি বড় হতে থাকে বিভিন্নভাবে। ভাষাবিদের কাজ হচ্ছে যা ঘটছে তা সংকলন করা এবং বিশ্লেষণ করা। একটু এদিক ওদিক করা। প্রশ্ন হচ্ছে, জন্ম দেয়ার বিষয়টি তাহলে কেমন? শব্দ (সাউন্ড) থেকে…