শিমুল জামানের কণ্ঠে নির্মল রবীন্দ্র সঙ্গীতও মাদকতায় ভাণে

রবীন্দ্র সঙ্গীতের সাথে ‘মাদকতা’ শব্দটা খুব মানানসই নয়। কিন্তু শিমুল জামানের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত ঠিক এমনই রূপ পায়। শুনতে শুনতে তন্দ্রা আসে না, বরং তটিনী বেয়ে মন ছুটি যায় মাঝ গাঙে। আমার কাছে তাঁর গাওয়া রবীন্দ্র সঙ্গীতের মধ্যে সেরা মনে হয়েছে “আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গান“। মা তাহমিনা বেগম ছিলেন স্কুল শিক্ষক,…

বিস্তারিত