”যে দৃশ্য আমাকে ক্ষত-বিক্ষত করে”
লক্ষ লক্ষ টাকার ইফতার পার্টি। সেখানে প্রচুর অপচয় হয়। ওখানে ধর্মের নামে রাজনীতি ও আভিজাত্য প্রমত্ত হয়। ইদানিং সেহরি পার্টি হচ্ছে। সেখানেও একই চিত্র। ওদের ফেলে দেয়া সেহরি কুড়িয়ে খায় মানুষ। ও যেন কুকুরের মতো! এ বিপরীত চিত্রের দ্বান্দ্বিকতা আমাকে ক্ষুব্ধ করে। তখন আচরিত এ ধর্ম আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। উত্তরহীন আমি ক্ষত বিক্ষত…