কালজয়ী গান: “অজস্র শুভ্র গোলাপে ভরা এই বিষন্ন রোববার”
গীর্জার প্রার্থনা শেষে বহুক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, স্বপ্নের পিছনে ছুটে ছুটে এক রোববার ভোরে আমার বিষন্ন ক্যারাভান ফিরে এলো তোমাকে ছাড়াই। প্রিয়, সেই থেকে প্রতিটি রোববার বরাবরই বিষন্ন এমন। প্রিয়স্ব আমার, সেই শেষ রোববারে তুমি আসবে তো? আমার শবাচ্ছাদন পরিহিত শরীর যাজকের মন্ত্রের সুরে সুরে বিমোহিত হয়ে অবসাদে ঘুমাবে কেবল কালো কফিনের খোলে। পুস্পাশোভিত কৃষ্ণচূড়া…