অভিশঙ্কা // শাহিদা সুলতানা
নস্টালজিক সময়ের ছবি ছায়া হয়ে সাথে সাথে ঘোরে বাসে, ট্রামে, মেট্রোর পেটে খোলা মাঠে, স্টেডিয়ামে, যেখানে আলো পায় সেখানেই দীর্ঘ কালো রেখা একে হয় পথ আগলায়, নয় পিছু পিছু হাটে। আমি বসি, সেও জিরিয়ে নেয়, আমি উঠি, সেও আড়ামোড়া ভাংগে, আমি হাটি, সেও শুরু করে পথ চলা অবিরাম, অবিশ্রান্ত, নিরলস, নিন্দুক প্রতিবেশীর মতো সাথে লেগে…