কাঙ্ক্ষিত স্বপ্ন // অরূপ গাইন
হে মহাপ্রলয়ের নটরাজ! কেন তোমার প্রলয়নৃত্যে ধ্বংস করছ না এ ধরিত্রী! তোমার পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই আর ক্ষ্যাপে না। আমরা তোমার ভাগ্যদেবীর যজ্ঞবেদীর বলির পাঁঠাই রয়ে গেলাম! জল্লাদেরশানিত অস্ত্র সদা প্রস্তুত হাড়িকাঠের পাঁঠা দিতে বলিদান। চাই না তোমার হাতে শ্যামের বাঁশরী! তোমার এক হাতে থাক ধর্মরাজের দণ্ড, অপর হাতে যেন থাকে রণতূর্য। এই…