ডাস্টবিনে মানব ভ্রূণ: রিপোর্ট কেন আবেগ নির্ভর হবে?
শিরোণামে এমন কিছু থাকা উচিৎ নয় মানুষ যাতে তাদের (মানুষের) নেতিবাচক ধারণায় আরও উস্কানি পায়, সাংবাদিকতার দায়িত্ববোধের বিষয়টিকে বড় করে দেখার বোধহয় সময় এসেছে। খবরটি হচ্ছে, গতকাল ১৮/২/২০১৯ তারিখে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের ডাস্টবিন থেকে ৩১ টি মানব ভ্রূণ (ফিটাস) উদ্ধার করা হয়েছে। এই খবরটিতে আসলে ‘মানব ভ্রূণ’ ব্যতীত অন্যকিছু লেখার সুযোগ নেই।…